ক্লান্ত যত নাটকের অন্তঃপুর
কর্ণকুহরে ভরায় হারানো সুর!
চঞ্চল মন কান পেতে শোনে...
আবেশ হারিয়েই দূর  বহুদূর!!


ক্ষয়ে গেলেও একটু একটু দিন,
হিসেব কষি, কদিনই বা রঙিন!
বৃত্ত শেষের মিলন বিন্দু বন্ধনে,
ফেলে আসা দিন শোনাবে বীণ!


নিঃস্ব এক অনিকেত বিকেল,
বিষন্ন  আকাশের নীচে বিহ্বল!
বেঁচে থাকা শুধু বাঁচার তাগিদে ,
জনম বিশ্বাসের আনন্দ মহল!!