বইছে নিদারুণ
গরম হাওয়ার স্রোত!
পুড়ছে পথ, গ্রামে শহরে।
পুড়ছে পথচারী ।
ঝলসে যাচ্ছে প্রকৃতির
কোলে থাকা
পশু পাখি গাছ।


এসো হে কালবৈশাখী।
উঠুক এমন একটা ঝড়!
সাথে আনুক বৃষ্টি।
'জল দাও, জল দাও' বলছে
আকাশ, বাতাস, মাটি।


চাইনা বিধ্বংসী ঝড়,
তবু এসো কালবৈশাখী।
বড্ড যে প্রয়োজন!
আসুক ঝড়ের পরের বৃষ্টি।
বাঁধনহারা সুখের জলে
যাক্ ভিজে যাক্
দাউ দাউ তাপের জ্বর!