লুন্ঠন হয়ে গেছে সব__
মানবতা, ভালবাসা, প্রেম...
চুরি হয়ে গেছে লেনাদেনা
অনুভবের যা কিছু,
গচ্ছিত ছিল যত বৈভব __
লুঠ হয়েছে ধীরে!
এখন শুধু যুদ্ধের খেলা।
চেনা চোখে চোখ রেখে
হাসির নিখুঁত অভিনয়!!
স্তব্ধ হয়ে গেছে মন।
ঝড়েই তো বাড়ে আগুন __
লহু স্রোতে কী ভীষণ
কণিকাদের বিপর্যয়....
অসামঞ্জস্য আখ্যানে
রক্তকরবীতে রক্ত-ছোপ!
বদলাতে চায় না মন,
জীবনের মানে ___
যতোই লুঠ হোক বৈভব __
জানি মিথ্যে প্রতিরোধ
নির্মম কঠিন__
ভীষণ যুদ্ধের মুখোমুখি__
মানবতা, ভালবাসা, প্রেম!!
রণে ভঙ্গ দেয়া নয় আর!