হারানো সুর ভেসে আসে,
নরম মাটিতে পা ফেলার শব্দে!
ছুঁয়ে যায় ভাঙা ঘর!


ঘুঘুর একঘেয়ে ডাক
খানখান করে নিস্তব্ধ দুপুর....
ফেরারী মন বলে যায়,
"আমি এসেছি আবার"!
দাওয়ায় পড়ে থাকে আঁশটে রোদ।
কতদিন নিকোনো হয়নি!
ভাঙা ঘর ছেড়ে
চলে গেছে উষ্ণতা!


একাকী সুর ফিরে আসে তবু,
অশরীরীর মতো।
খুঁজে বেড়ায়
প্রদীপ জ্বালানো একটা কুলুঙ্গি....