গল্পের মোড় ঘুরে কানাগলি।
লাল - নীল শব্দে
ঝিম ঝিম রূপকথারা
চুপ চুপ ছন্দে খোঁজে
আলপনার রং তুলি।


বন্ধ বাক্সে গোঁজা
আতর-রুমাল।
হাতে হাত, নেই-বুলি।
গন্ধ মাখা ঠাকুমার ঝুলি।
প্রজাগণ কোথা গেলি?


রাজা রাজড়া যুদ্ধে কাত
উলুখাগড়ার বনে বাঘ,
প্রজাপতির ওড়াউড়ি।
চামচিকের ঠ্যাং ভাঙা,
কোলা ব্যাঙ কুপোকাত।