সুপ্রভাতে ছিলে __
মেঘ চেরা জানালায় তখন
সূর্য চোখ খুলে দেখেছিল
উড়ে চলা একঝাঁক বুনোহাঁস।
থমথমে বাতাস আর
ঝুরো ঝুরো মেঘ এলোমেলো ।
ওরা জড়ো হবে
বিকেলের জলসায়...
স্মৃতিতে ভিজে সপসপে কাশ,
মেঘের আঁধারে ।
শরৎ এখনো বহুদূর...
শনশন বাতাসে সুপুরি পাতায়
হুটখোলা হিল্লোল ।
একঘরে শালিকের ছানা।
কলমিলতায় বৃষ্টির ছাটে __
ছন্দময় শব্দেরা গরহাজির!
সূর্য নেভা সন্ধ্যায় তাই
আগাম শুভরাত্রি!