মা আমার কাঠ কুড়ানি,
তার বনের ধারে ঘর।
আমার যে খুব ইচ্ছে __
আমার হোক রাজপুত্তুর বর!


দুপুর বেলা একলাটি যেই
চুল শুকোব পুকুর পাড়ে __
চুপটি করে আড়াল থেকে
সে দেখবে আমায় নয়ন ভরে!


সেই কথাটা যেই মাকে বলি,
মা হেসে হয় লুটোপুটি।
বলে, বিধাতা তোর কপালে,
কুঁড়েতে বেঁধেছেন যে শক্ত খুঁটি!


সেই না শুনে রাত দুপুরে
কাঁদছি দেখে ভাঙা  ঘরে...
ঘোড়ায় চড়ে রাজপুত্তুর এসে
আমায় নিয়ে ছুটল  তেপান্তরে!!


যাবার বেলায় তাকিয়ে দেখি,
কাঁদছে মা, কাঁদছে কুঁড়েঘর !!
স্বপ্ন ভাঙি, চাই না রাজপুত্তুর,
চাই না রাজার ঘর !!!