যেখানে নিবিড় অমা
ঘন হয় কান্নার জলে,
হারিয়ে ফেলি সৃষ্টি সুখ!
রাতজাগা বিহগের
একটানা কূজনে জাগে না
মৈথুন।
সারি সারি ক্যাসুরিনায়
তখন নিস্তব্ধ হিল্লোল!
সমুদ্র গর্জন করে ওঠে
নির্জন তিমিরে...
শুধু চোখে পড়ে
সহস্র সাপের ফনার মত
সাদা ফেনাদের
তীর ছুঁতে আসার খেলা!
ক্লান্ত চোখে
অনুভব করি ধূসর দৃষ্টি!
ঘুম আসে না তবু ...