গভীর রাত ডুবলো যখন
এক সমুদ্র অন্ধকারে __
গর্জন আরো তীব্র হলো যেন।
বিশাল কালোর বুক চিরে
ছুটছে সফেদ ফেনার সারি....
আছড়ে পড়ছে
চলন্ত হলুদ বালির চাদরে
উষ্ণ আলিঙ্গনে!


নিস্তব্ধ ক্লান্ত অন্ধ অন্ধকার
আর্তনাদ করে উঠছে
যেন ক্ষণে ক্ষণে।
আমার বুকেও অনুকম্পিত
অনুভূতিময় আবেগ।
জানি না কোথায় যেন হারাচ্ছে
মনের গভীর সুর।
হারাচ্ছি এক একাকীত্বে!