যে চাঁদের
নিজস্ব আলো নেই __
সেই চাঁদও রং বদলায়।
বিজ্ঞান যাই বলুক না কেন,
আমি শুধু আশ্চর্য হই ;
মুগ্ধ হয়ে চেয়ে দেখি তাকে!!
ভিন্ন পূর্ণিমায়
চাঁদ কখনো নীল,
কখনো রক্তের রাঙা রঙে,
কখনো আদুরে গোলাপী হয়।

এপ্রিল মাসের
প্রথম দিকে গোলাপী রঙে
মেতে ওঠে চাঁদ।
সে রঙ ছড়িয়ে দেয়__
পথ, ঘাট, প্রান্তর  মুগ্ধ প্রেমে!

আমেরিকায় এপ্রিলে
কিছুদিনের জন্য ফোটে
এক বন্য গোলাপী ফুল __
শুনেছি যার সম্মানেই বুঝি
রঙ বদলে গোলাপী হয় চাঁদ!!
আহা আহা!!
আমি যে মুগ্ধ নয়নে দেখি
চেনা চাঁদের রঙ বাহার...