মনে হয় যেন __
এই তো সেদিন __
ট্রেনের কামরায় আলাপ হলো।
একই পথের পথিক!
আলাপ চলতে থাকলো।
স্টেশনের পর স্টেশন পেরোচ্ছে।
বেশ কিছু বিষয়ে মিল পেলাম।


জানি এ আলাপ ক্ষণিকের।
যে যার মত স্টেশনে নেমে যাব।
হলোও তাই।
কোনো দাগ না কেটেই ___


কে জানতো
আবার দেখা হয়ে যাবে!
সেটা ছিল এক কবি সম্মেলন।
সেই প্রথম জানলাম
দুজনেই একটু আধটু লিখি।
ট্রেনের আলাপে এ কথাটা
উহ্য ছিল।


সম্মেলনের পাশাপাশি শুরু হ'ল
একটা গল্প।
সেই গল্পটা আজও চলছে...
ট্রেনের গতিতেই!