গুণ-গুণাগুণ


(১)
গুন ছুঁচে আটকাই
কাঁথার আগুন!
নুন খেয়ে পণ করি
গেয়ে যাব গুণ!


(২)
মাঝি বায় নদী, সহ
ভাটিয়ালি ধুন!
অসময়ে কুহুতানে
গুণ হয় ফাগুন!


(৩)
টঙ্কারে শিউরে ওঠে
ধনুকের গুণ!
তুলো ধুনেই ধুনুরির
কণ্ঠে গুনগুন!