জানি __
"হাত বাড়ালেই বন্ধু"
পায় না সকলে যন্ত্রণায়।
তবু শ্রান্ত জীবন পথে
শুনতে পাই কী হারানো
সাথীর মধুর ডাক!


বৃষ্টি না পড়া
কোনো এক মেঘলা দিনে
শুনেছো কি চাতকের
চঞ্চল পাখার কান্না!
হয়তো শুধুই দেখেছো
ওড়াউড়ির এক সৌন্দর্য।


খুঁজেছো কী
উদ্দাম ঝর্ণার কাছে
কোনো এক নদীর
আগমনী গানের গতিপথ!
খোঁজনি তা অকারণে।
খুঁজিনি আমিও।


কোনো কিছু
না শোনায় , না পাওয়ায়
থেমে থাকে না চাওয়া!
তাই হেঁটে চলি বন্ধুর পথে
সেই সে বন্ধু'র ঠিকানায়।
হয়ত অন্ধ মন বোঝেনা
সে হাতছানি!