অপরাহ্ণ বেলায়
আকাশের আলসেতে
হেলান দিয়ে ক্লান্ত সূর্য!
আনমনা হয়ে ভাবছিল
রোজনামচা!
প্রতিদিন যেমনটি ভাবে।
কিংবা দিনলিপি
লিখে রাখে ঘরে ফেরা
পাখিদের পালকে!


আসমানি রঙ তখন
হারিয়ে যেতে বসেছে
সন্ধ্যার ফ্যাকাসে গল্পে!
ছায়াপথের
অজস্র নাটকের ভীড়ে
কে আর খবর রাখে __
আমাদের
একরত্তি সূর্যটার কাহিনী।
কেউ কী জানে __
সে যে বড্ড একা!!
নীরবে সামলায়
পৃথিবী সহ তার পরিবার!!