বৃষ্টি কেন একলা বাদলের!
কেন হতে পারে না সে
হেমন্তের, বসন্তের কিংবা
শরতের, গ্রীষ্মের, শীতের!!


ইচ্ছে তো করে তার__
সব ঋতুতেই পরতে নূপুর...
সূর্যকে ঢেকে দিয়ে এনে দিতে
মন কেমনের মেঘলা দুপুর...


তাইতো সে এলো এই হেমন্তে।
সকাল থেকেই তার নাচ,
ভিজিয়ে দিলো হিম-ঋতুর
আনাচ কানাচ...


বৃষ্টি চিরকালের একান্ত
বাদলের সাথ!
অন্য ঋতুতে সে ধরে
নিম্নচাপ নামে অবন্ধুর হাত।


প্রকৃতির সাথে এ খেলায় মেতে
প্রতি ঋতুতেই, দেয় সে উঁকি!
আজ এসে তাই
হিম মনে দিলো এক ঝাঁকি।