রাত যে অনেক হ'ল, চোখে কেন ঘুম নেই!
রাতজাগা পাখি বলে, হেমন্তের পাখি নেই!


জোছনার ফোয়ারায় পৃথিবী আজ ভিজছে!
ফুল বনে উৎসবে, কে যে আমায় ডাকছে!


এ আনন্দ-মুখর রাতে , শেষ-ঘুম আসে না!
মেয়াদ ফুরোলেও তাই বেঁচে থাকার বায়না!


হারায় হেমন্তের পাখি, বুলেটের উল্লাসে!!
নবাণ্ণের ঋতু কাঁদে ভূখা গরীবের  লাশে ॥