আজ হেমন্তের
হিমেল হাওয়ার কাঁপন
গাছের পাতায় পাতায় ।
বিরহ ব্যথা জাগে
পাতাদের অলস বুকে।
সময় হয়েছে বুঝি __
এবার ঝরে যেতে হবে।
শীতের আমেজ
রুক্ষ প্রকৃতির সরগমে।
আমার বুকেও
কী এক বার্তা বয়ে আনে
বিরহ যন্ত্রণা।
থমকে দাঁড়ায় মন।
আমার হলো সময় বুঝি
ঝরে যাবার!!
ক্ষণিকের হেমন্ত হাওয়া
কাঁদায় আমায়।