কত পাওয়া ফেলে রেখে,
চলে যেতেই হলো।
তুমি বলবে, যা পেলে না
তা তোমার ছিল না।


যখন মল্লিকা-কুঁড়ি ছিলে,
বলেছিলুম __
সারারাত জেগে দেখবো
তোমার ফুটে ওঠা।
কি যে ঘুম জড়িয়ে এলো!
দেখা হলো না
এক সুন্দরতম মূহুর্ত!
তুমি হাসলে...বল্লে___
সব কিছু তোমার নয়!


তুমি যখন আধখানা চাঁদ!
বলেছিলুম, দেখবো
তোমার পূর্ণ হয়ে ওঠা!
রাত্রি গুলো পেরিয়ে গেল
কি এক ব্যস্ততায়....
এক ভরা জোছনায় আমায়
ভিজিয়ে দিয়ে বল্লে __
সব তোমার জন্য নয়। ।


যখন তুমি নদী __
তোমার বেগের সঙ্গে
পা মেলাতে পারিনি।
তাই সমুদ্র স্নানে যাওয়া
হয়নি আমার।


আসলে আমি কেন যেন
"হেরো" হয়েই রইলাম।
হেরে গিয়ে আজ
চলে যেতেই হলো!!!