এ কী বিস্ময়!
হাজার বৃহৎ অগ্নিগোলক
ছুটছে অহর্নিশ...
প্রচণ্ড বেগ অথচ ছন্দময়!
এর মাঝেই ক্ষুদ্র ক্লান্ত
এক আগুনের গোলা
ধীরে ধীরে কখন আনমনে
হ'ল শীতল!


এ যে অদ্ভুত!
স্তুপিত স্বপ্নের খাঁজে খাঁজে
রহস্যের ঘন জাল___
এলো সবুজ সুন্দর প্রকাশ!
আকাশের বিশালতায়
আগুন উষ্ণতায় জন্ম হ'ল
জীবন রহস্য!
এক আশ্চর্য পথ চলা...


নদী কন্যা নেমে এলো
পাহাড়ের বুকে, ছন্দে ছন্দে।
এ সুর যেন সৃষ্টির উল্লাস,
এক বিশাল জয়!
সহস্র অগ্নি গোলকের
কক্ষ আবর্তে, বনে উপবনে
একা পৃথিবীর উন্মাদনা!
জীবনের অনুরণন!


তোলপাড় সৃষ্টির সুরে...
হঠাৎ জীবন ফিরে ফিরে!