সূর্য উঠলে __
তুষার ঢাকা শৈল শিখরে
রঙ বদলের খেলায়__
কিরণ ছটফটে...


কিষাণ দেখে __
কেমন করে ধানের শীষে
ভোরের শিশির ফোঁটায়
সূর্য চমকে ওঠে...


নিদাঘ দুপুরে __
উন্মুক্ত পথের শ্রমে ক্লান্ত
মেহনতী মানুষের ঘামে__
সূর্য পিছলে ছোটে...


সাগর বুকে __
যখন সূর্য প্রথম রাঙা হয় ;
কলুষ মুছে মনটা তোমার
মেশে স্নিগ্ধ তটে...


টপকে বাধা ___
সূর্য নামে বহুতলের নীড়ে ;
ভোর থাকে না তখন মনের
দিন যাপনের হাটে ...


সূর্য আসে রোজ...
ক্ষণিক হলেও নীরব সুরে
বাজে এক সুচারু গোপন ;
মুক্তি আলোর বাটে...