(১)
ফিরতি পথে হাঁটতে গিয়ে
হোঁচট যখন খেতেই হয় __
অকারণে
বগলদাবা খুচরো কিছু কথা
আছড়ে পড়ে
বেয়াক্কেলে ভাঙা রাস্তায়।


(২)
মাথা নামক যন্ত্রে
বেয়াদবি মন-ভুলো কাজ
জীবনকে কখনো
ছিঁড়ে খুড়ে একসা করে।
তা সাজাতে গোছাতে
হিমসিম ভাদ্রের গুমোট ।


(৩)
কখনো বৃষ্টির জলে...
কখনো পিচ্ছিল কাদায়...
কখনো ঝরা পাতায় মাতে
কিংবা উড়ে আসা ফুলে__
মন আমার যেমনই থাক্,
সে আমার ব্যক্তিগত।
কারোর নাক গলানোর
দরকার নেই তাতে!


(৪)
ছটফটে কিছু শব্দ জড়িয়ে
এলোমেলো অর্থ জন্মায় __
তখনই রূপান্তরিত কবিতায়
খুঁতখুঁতে মন কী যে খোঁজে
কবিতার বিধাতায়!