এই তো যুগের হাওয়া।
ঠুঁটো জগন্নাথ হয়ে
যন্ত্রের সাথ চাওয়া!
শুধু জানি
যত যন্ত্র ততই যন্ত্রণা!
যতদিন চলবে যন্ত্র,
মাথায় তুলে রাখবো।
অচল হয়ে গেলেই
ঘরের কোণে তার স্থান!
ফেলতে বড় মায়া __
সে যে মহামূল্যবান।
জীবন যুদ্ধের শিরস্ত্রাণ,
এতোদিনের সম্মান!
এ কী যে এক বিড়ম্বনা।
উঃ, যত যন্ত্র তত যন্ত্রণা!