বহু পুরোনো আগুনও
পুড়ে পুড়ে খাক্
সুতীব্র যন্ত্রণায়___
খিদে নিয়ে
ধিকধিক জ্বালায় নীরব
ছাই-এর অন্তর!
কমে না জ্বালানোর স্পৃহা!
রসদ খুঁজেই চলে।


মন যখন পোড়ে,
ছাই ঘেঁটে খুঁজো না সুখ!
তুষের আগুনের মতো
বুক জুড়ে চাপা পড়া জ্বালা
থেকে যায়...
যতদিন না তুমি নিঃশেষ
সিগারেট____
দু আঙুলের যন্ত্রণায়!