বেশ তো ছিল নীল আকাশ!
আর ছিল সাদা মেঘের স্তুপ...


হঠাৎ এলো সে___
সে যে এক ঘন কালো মেঘ!
দৌড়ে এলো আকাশ মাঠে...
বুকে নিয়ে পশলা বৃষ্টি-কথা__
আর ছিল কান্না ভরা ব্যথা __
সে তাই কাঁদলো কিছুক্ষণ।
অমলতাস ফুলের মতো
ঝরলো পাগল হয়ে ...


শুকনো পথ দাম দিলো কী!
কেউ জানে না তা!
শুধু পাথর চাপা হলদে ঘাস
স্বস্তি পেলো চুঁয়ে পড়া জলে।
ঐটুকুতেই রইলো সুখে
পথের পাথর চাপা ঘাস __
কালো মেঘ কেনই বা এলো
জানলো না তা কেউ!