সমাজের কিছু কিছু লোক, হয়ে যায় তালকানা।
দেখেও দেখতে পায় না সে, বেগুনটা যে কানা।
ঝুড়ি ঝুড়ি করে ভুল,
আনন্দে হয় মশগুল।
সস্তায় কিনে কানা বেগুন, আহ্লাদে আটখানা।