মাঠ জুড়ে গায়ে-হলুদ মাখা
কুমড়ো ফুল।
বিয়ের ফুল ফুটেছে...
কোজাগরীর রাতে...
ফুল ডিঙিয়ে বসলো সেই প্যাঁচা!
সাদা গায়ে জোছনা মেখে সে
ঘাড় ঘুরিয়ে তাকায়...
'দ্যাখ্ আমাকে, কেমন দেখাচ্ছে!'


আহা মরি মরি!
প্যাঁচা সুন্দরী!!
আয় না কাছে,
আদর করে ঝাঁপি ভর্তি করি!


সকাল হতেই
সরু সরু পায়ে পরাগ মেখে
প্রজাপতির নাচন!
এ ফুল, ও ফুল...
মালা বদল হ'ল!
এবার কুমড়ো হবে ভালো!!
লক্ষ্মী এসেছিল যে প্যাঁচা-সাথে।
কোজাগরী রাতে।