শূন্যতা গ্রাস করে সীমান্ত রেখা।
অনিবার্য ঝড়ের মুখে ভালবাসার গান।
একটা একটা চাবি ঘুরিয়ে
দিশা হাতড়ে চলা!
কত কিছু হারিয়ে যায় কালের গর্ভে...


পুরোনো কান্না আঁকড়ে
বাঁচতে চায় সজীবতা।
কিছু হারিয়ে কিছু পাওয়া...
এই তো জীবন কাহিনী!
কোদাল দিয়ে ছেঁচে তোলা
ঝুড়ি ভর্তি বাঁচার রসদ।
শুধু স্বাদ নেবে বলে
নিশ্চিত রসনার অপেক্ষা।


সজাগ চৌকিদার তীক্ষ্ণ দৃষ্টিতে...
'ঐ চোর, ঐ চোর'!!!