ও বুলবুলি বৌ সই
বুলবুল তোর কই?


বুলবুল গেছে ক্ষেতে,
খাজনার ধান খেতে!


সুঁচ খড়ের গাদায়,
খোঁজে এসে পেয়াদায়!


ছোট্ট পাখি বুলবুলি,
চেনা আছে কানাগলি!


চোখে দিয়ে ধুলোবালি
ভাল মানুষটি হ'লি!


বুলবুলি বৌ খুশিতে
ভাত রাঁধলো হাঁড়িতে।


পেয়াদায় ভাত খেলে,
খাজনা নিতে ভোলে!


খিদে সহা, বড় জ্বালা!
এখানেই রাজা কালা(!)