শরৎ আসবে বলে,
শিউলি সাজিয়ে রাখে পথ।
শরৎ কী এলো?
আকাশে তুলট মেঘের
বেহিসাবি আনাগোনা।
বাতাসে এখনো স্যাঁতস্যাঁতে
বর্ষার ঘোর,
হিমসিমে ভাদ্রের গুমোট ।
কেন যে দেরী করে শরৎ!!
পথ চেয়ে বসে হিমের পরশ।
কাশ ফুল দুলবে কখন
নদীর তীরে?
শরৎ আসবে বলে
অপেক্ষায় আজ প্রকৃতি!
শরৎ এলো __
তবুও শরৎ এলো কই??