শিরোনাম থেমে ছিল!
ক্লান্ত কলমে আক্ষেপ ছিল।
আগুনও ছিল...
নিষ্পাপ রাতে ন্যাড়া গাছটা
স্নান করেছিল
স্নিগ্ধ চাঁদের আলোয়!
কতদিন খাওয়া হয়নি তার!
ক্ষোভের ঝলসানো রুটি
চেতনায় লাল...
সে যে চেয়েছিল একদিন
জলন্ত কয়লার স্পর্শ!
কলম দিয়েছিল জ্বালা!
ন্যাড়া গাছের বুক নিংড়ে
এক পা দু'পা করে
এগিয়েছিল প্রতিবাদ!
ক্লান্ত অগ্নি কলম আজ চাঁদে
ঝলসানো রুটি খোঁজে!