আশায় বুক বাঁধে কবি,
একদিন কবিতাই বদলে দেবে
তোমার আমার হৃদয়ে
সমাজ যন্ত্রণার ছবি...
কুড়িয়ে আনবে সভ্যতা
অ-সভ্য জঞ্জাল ঘেঁটে...


আশা, একদিন...
কবিতার আয়নায়
মানুষ নিজেকে খুঁজে পাবে
মানবতার পোষাকে।


সাথে আছে প্রত্যয়...
কবিতার বলিষ্ঠ উচ্চারণেই
বাজবে বন্ধনের সুর।
সুগম হবেই শান্তির পথ...


সেই সে দিন...
ধ্বংসের শেষে....
মানব সমাজে ছড়িয়ে যাবে
ভালবাসা নামক 'ধর্মের বীজ '!


কবিতার জলসেচে জন্ম নেবে
নব জাগরণের অঙ্কুর।