ফেলে আসা বসন্তে কেন সুর জাগালে!
অনুভবে ধুন তুলে আনন্দে মাতালে!


পলাশ সাজানো পথে সন্ধ্যা এলো নেমে।
কী জানি কোন ছলে সঙ্গীত গেল থেমে।


আধো ঘুমে বুকে শুয়ে কবিতার বই ।
অন্তরে কাব্য জাগে, তুমি হারাও কই?


চোখের আয়না তুমি কবিতায় লীন।
আড়াল থাক্ না হয়, নীরব মলিন!


আমি শুধু লিখে চলি, হয় না কবিতা।
মনে  সাড়া দেয় যেন দিনের সবিতা!