হারিয়ে যাওয়া
এলোমেলো কিছু কথা
ঝরে পড়ল আনমনা,
শিশিরের শব্দের মত!
বারবার প্রতিধ্বনিত হলো
স্তব্ধ রাতের অন্ধকারে।
আসন্ন বর্ষার গুমোটে
জোলো বাতাসের নৌকো
তখনও অপেক্ষায় ___
যদি পথভুলে কিছু কথা
আসে ফিরে;
আঘাত হানে তার পালে,
তবে সে ভাসবে আবার
জীবন নদীর জলে।