হাজারে ক্লান্তি নেই...
দেশে দেশে হাজার হাজার
মুছে গেছে নাম...
তুমি, আমি কি ঐ দলে!!
হয়তোবা ;কে জানে __
পরীক্ষা তো হয়নি এখনও!


কখনো ঘুমে, কখনো জেগে
কেটে যায় আতঙ্কের রাত...
কী ভীষণ স্বপ্নেরা
তাড়া করে.....
জেগে উঠে ঘেমে একাকার!
ক্লান্তিতে
শেষ রাতে তন্দ্রা আসে __


তখনও হয়না ভোর....
শিস দিয়ে জাগায় দোয়েল।
জানলায় বসে দেখি
নতুন সূর্য ওঠে রোজ রোজ।
ছড়ায় চিন্তাহীন রোদ!


মন ভাল হয়ে যায়...
ভুলে যাই ফেলে আসা সেই
ভয়ঙ্কর রাত !!!
মনে হয় __
এমনই এক সকালে শুনবো
থেমে গেছে মৃত্যুর স্রোত !