অসংলগ্ন সংলাপে
আচ্ছন্ন জীবনের আবহ সঙ্গীত।
রঙের ওপর রঙ চাপিয়ে
ভরছো সাদা কাগজ!
সৃজন করছো কোলাজ!
যত ভরে উঠছে শূন্যতা__
ততটাই নিঃশেষ হচ্ছো তুমি!
ক্ষয়ে যাচ্ছে
তোমার বাসনা কামনা!
রঙ দাও, আরো রঙ___
চাহিদার শেষ নেই যেন।
ক্লান্তি নেই অসংলগ্ন সংলাপের।
পথ ছোটো হয় না।
পথ দীর্ঘ হয়ে যায় ক্রমশই।
সংগ্রহে আসে
অসংখ্য অসমাপ্ত কলি।
তবু তুমি পূর্ণ হও না কোনোদিন।