সকাল থেকে রাত
খুঁড়িয়ে চলা খোয়া ওঠা রাস্তায়
জীবন গাড়ির গড়াগড়ি...
কুয়াশা ঢাকা কল্পলোকের সরণ।
শংসাপত্র হাতে
কেউকেটার বৈতরণী পার!
হয়তো বুক ফুলেছিল অজান্তে!
স্বর্গের গেটে
হতাশ দারোয়ান ;ঘুষ বেহাত।
বারোয়ারী স্বর্গে
অনুদানের ছড়াছড়ি...
ব্ল্যাকে বিকোয় মাথা __
কে ধরবে ছাতা!হাজার ফুটো!!


কেতায় চলে নেতা।
চটি থেকে, মুড়ি  মসৃণ রাস্তা!
এক্কা গাড়ি ছোটে__
শত শতকরার ভেট-এ।