নতজানু সন্ধ্যায়
বসে আছি একা বিরহীনি __
পাশের ঘরে তুমি আছো
জীবনানন্দের কবিতা পাঠরত।
ভেসে আসছে মোহময় সুর।
আচ্ছন্ন আমি।
হয়তো কিছু ফিরে দেখা!
দু চোখে আমার বৃষ্টি।
যে সুখটা আড়াল ছিল এতদিন
জ্বলে উঠল দীপ শিখায়।
মাঝখানের দেওয়াল
স্বচ্ছ হলো যেন বারিধারায়।
তোমার চোখেও কী জল!
চেতনায় ফিরে পাও কি
অতীত ব্যথার ভাঙনের ছন্দ!!
শিকল ভাঙার গান!
মুক্ত হোক সেই নীরবতা
এ উদাত্ত কণ্ঠে।