উড়ো মেঘে উড়ন্ তুবড়ি বৃষ্টি!
জুঁই ছড়িয়ে মাটিতে সোঁদা গন্ধ ।
গর্ত গর্ত ছোপ! উধাও রোদ্দুর!


উড়িয়ে মেঘ তুখর ফোঁটা বৃষ্টি ।
মাটিতে টোপা!! রোদ্দুর কদ্দুর?
বৃষ্টি দেয়ালের মেঘে কাব্য সৃষ্টি!


উড়ো চিঠির মেঘ ঝরায় বৃষ্টি!
মাটির সোঁদা গন্ধ তো প্রাণবন্ত!


***  প্রথম  ট্রায়োলেট লেখার চেষ্টা। সঠিক কি না জানি না। বিশেষজ্ঞরা বলতে পারবেন।
ত্রুটি মার্জনীয়।