মেঘ বললো,   বুকের কাছে অনেক ব্যথা।
বৃষ্টি বললো, আমি যে গো আমি,
আমি বুকের মাঝে তাইতো ব্যথা বাজে।
মেঘ বললো, বুকের মাঝে কান্না জমে আছে,
বুঝতে পারলে না যে।
বৃষ্টি বললো, কমবে বুকের ও ভার,
যদি আমি অঝোর ধারায় ঝরি।
কিন্তু তুমি পারবে কি গো সইতে,
নয়ন ভাঙা আমার কান্না বারি?


মেঘ বললো, আমার বুকে অনেক ব্যথা,
জমা কথা, কইতে আকুল, শুনছো না তা।
ছটফটিয়ে পালিয়ে বেড়াও,
নাগাল কোথায় পাই?
চেষ্টা করি আগলে রাখার বুকের মধ্যে চেপে,
রোদ্দুরের ঐ পাগল ক্ষিদে থেকে।
তবুও তোমার ঝরতে কি যে ভালো লাগে,
আমার বাঁধন টুটে!


বৃষ্টি বলে, ওই তো আমার সুখ।
জগৎ মাঝে ভোলাই সবার দুখ্।
খরার কালে আকাশ মুখে চেয়ে
বসে থাকে কপাল ফাটা মুখ।
মেঘ জমলে আকাশ বুকে ঘন
বৃষ্টি নামবে, ভরবে চাষীর বুক।
ভুল বুঝো না, সবায় আমি
বাসতে চাই গো ভাল।
তবু থাকব তোমার হৃদয়পুরে
করব জগৎ আলো।