জানলা খুলে রাখি...
দেখি, তারাদের আলপনা।
মধ্যরাতে কবিত্ব এসে দাঁড়ায়।
পৌরাণিক চরিত্র হতে চায় মন।


প্রকৃতির মতো স্থায়ী পটভূমি যেখানে...
অনর্গল বেরিয়ে আসে দ্রৌপদীর বস্ত্র!
একটা একটা করে অফুরন্ত...
সত্যকে আড়ালে রাখার,
অথবা
মিথ্যাকে প্রশ্রয় দেবার যন্ত্রণা!


আমার যা কিছু সত্য কিংবা সৃষ্টি
পদ্ম পাতায় টলোমলো...
স্থিতি বেশিক্ষণ ধরে রাখা যায় না।


চোখ বুজলেই দেখি __
হাড়মাসের আড়ালে
ফলফুলে ভরা শস্য শ্যামলা...
রাতভর সবুজ!!!


শতাব্দীর অর্থহীন কবিত্ব
মধ্যরাতে আমাকে জাগায়...