তুমি যখন স্বপ্নে ভাসো __
আমায় একটু ভালবেসো।।
বেদনাটা সরিয়ে পাশে __
এনো প্রেমের জ্বর!


উদাসী এক নদীর স্রোতে
প্রেমের কাছি নিয়ে হাতে
কিনারাতে ধরা দিতে __
বেঁধো বালির ঘর!


তুমি যখন কাব্য লেখো,
মনের ব্যথা সামলে রেখো।
কুয়াশাতে লুকিয়ে দেখো
ভালোবাসার ঝড়!


থাকুক বা নাইই থাকুক ঘর;
তুমি আপন, তুমিই যে পর!