সব যুদ্ধ, যুদ্ধ নয়।
তবুও যুদ্ধ করতে হয়!
শান্তির জন্য যুদ্ধ চাই!
মুক্তির জন্য যুদ্ধ চাই!


সেদিন জেগে উঠেছিল দামাল মন।
শৃঙ্খলিত সবুজ কেঁদে উঠেছিল যে!
কাতর হয়েছিল রুদ্ধ কন্ঠ।
শৃঙ্খলে জেগে উঠলো সংগ্রাম।


মুক্তি চাই, মুক্তি চাই,
মুক্তির জন্য যুদ্ধ চাই!


উদ্ধত মুষ্ঠিবদ্ধ হাতে অঙ্গীকার
টগবগ করে ফুটে উঠল রুধির।
জানা ছিল রক্তে রঞ্জিত হবে সবুজ মাটি,
সবুজ মন!
তবুও...


শহীদ রক্তে ভিজে গেল মায়ের বুক।
সবুজ বুকে আঁকা হলো রক্ত-সূর্য!
শৃঙ্খল মুক্ত শীর্ণ হাত তুলে নিলো জয়ের ধ্বজা।


সব যুদ্ধ, যুদ্ধ নয়,
তবুও যুদ্ধ করতে হয়!
মুক্তির জন্য যুদ্ধ জয়!