স্বপ্ন ছুঁয়ে আড়াল থে‌কে,
কাব্য কথায় দুঃখ ঢেকে,
ফাগুন রঙে একটু কাছেই আসিস!
মুখোমুখি আমাকে বসিয়ে,
অমারাতে আঁধার ছড়িয়ে,
হুতাশ মনে না হয় কবিতা লিখিস!


চৈত্র দিনের তপ্ত রোদে,
মউল গন্ধে এ মন কাঁদে,
ছুটলে গতিতে পাগলা কালবোশেখী...
মেঘলায় যদি  বৃষ্টি  হতিস,
পোড়াবুকে তোর মাথাটি রাখিস,
উড়িয়েই দিস খাঁচার বন্দী পাখী...