আমার নীল দেয়ালে
আছে একঝাঁক প্রজাপতি।
ওরা উড়ে চলে সার বেঁধে
এ বাগান... ও-বাগান...
তবু ওরা যেন আমার।


আমি স্পষ্ট দেখেছি
ওদের পায়ে পরাগ রেণু ।
ওরা যাবে ও-বাগানে।
কিন্তু বাধ সাধলো দেয়াল।
ওটা যেন নীল আকাশ __


ওরা উড়ছে... উড়ছে...
ক্রমাগত উড়ে চলেছে...
দিন-রাত, মাস, বছর...
এভাবেই ওরা উড়ে চলে
এ বাগান থেকে ও-বাগান।


এবং আমার বদ্ধ ঘরে
চেয়ে দেখি ওদের।
ওরা যে বড়ো সুন্দর....
ওদের সৌন্দর্য গেঁথে থাকে
আমার নীল দেয়ালে।