চলকে ওঠা
হৃদয়ের রক্ত সাজে___
কী ভীষণ যন্ত্রণা সয়ে
এখনও দাঁড়িয়ে
সেই অসমাপ্ত কবিতা ।
চুলে পাক ধরেছে।
স্মরণ শক্তিও আবছা __
ভুলতে বসেছি
কবিতার শুরুটাও!
সুপ্ত বাসনায় বেড়ে ওঠা
একগুচ্ছ শাখা প্রশাখা
হয়তো অপেক্ষায়!
সবুজ পাতার বার্তারা
নাড়া দেয় গত-বসন্তকে!
ঝরা পলাশ
বলে যায় কানে কানে __
"শেষ করে দাও
যত অসমাপ্ত সংলাপ"!
কী জানি,
হয়তো সমাপ্তিতেই
আছে জয়।