যত্নে যারা সেদিন,
ছিল সুখের বীণ,
চেনা-মুখ রঙিন
জড়িয়ে এ জীবনে।


ওরা ছিল স্বজন
এবং বড় আপন;
হারিয়েছি কখন
মনের অসাবধানে।


চাঁদের উল্টোপিঠে
থাকবে অন্ধকারে
মগ্ন নিজের তরে
আড়াল কথাকিছু!


চেনা মুখের সারি
হারায় বারেবারে
খুঁজি নতুন দ্বারে
মন ছাড়েনা পিছু!