ওগো বংশীধারী __
অমন করে বাজাও কেন বাঁশি!
দূর থেকে শুধু শুনি...
সে সুর বুঝি, বিরহ অভিমানী!
ঘুরে বেড়ায় আকাশে বাতাসে ;
বোঝো না __
উতলা হয় রাধার পাগল মন;
কেমনে যাই এখনি!


শোনো কানু__
কতদিন শুনিনি নদীর কথা!
যমুনার জল হয়েছে আকুল!
গৃহকোণে কাঁদে শূন্য কলস ।
সখীরা কোথায় জানি না খোঁজ!
গ্রহের ফেরে যে আজ বন্দিনী,
রাই বিনোদিনী তোমার।


ওগো শ্যাম ___
মান করেছো জানি।
কতদিন হলো ধরোনি এ হাত!
কদম তলে দোলনাখানি __
দুলছে ব্যাকুল শ্রাবণ বাতাসে।
পারিনি সাজাতে ঝুলন বাসর,
বড় অসহায় আমি।


প্রিয়তম আমার __
আজ শ্রাবণে তোমার বাঁশি
জ্বালা ধরায় বুকে ।
অন্তরাল থেকে একটিবার
এসো কাছে __
কদম গন্ধে উপোসী এ হৃদয়
তোমার পরশ খোঁজে।