অনাবিল আনন্দে
ঢেউ সাঁতার কেটে তীর ছোঁয়,
আবার ফেরে....
দেখতে দেখতে চোখটা
অবসর খোঁজে।
মনের এতো দৌড়ঝাঁপ
কুঁড়ের মতো সহ্য করি!
ঢেউ এর কোনো অবসর নেই।
বিরামহীন কর্ম,
যাওয়া আর আসা।


সব জেনেও শেষ বিকেলে
যাযাবর মনটা তাঁবু খোঁজে!
স্বপ্ন চোখে বেহিসাবি আলো।
কতক্ষণ থাকবে তুমি তাঁবুতে?
আবার তো সেই হাঁটা...


ঢেউ ফিরে যাবার বেলায়
ফিরে আসার প্রতিশ্রুতি দেয়।
বলে যায় __
"মরণের পরেও জীবন থাকে,
ফিরতে হবে এভাবেই _চক্রাকারে।"


কোথাও অবসর থাকে না!