একদিন
বাকি পথটুকু
পেরিয়ে যাব ঠিক।
জানি না
তুমি সঙ্গে থাকবে কী না।
তবু চলতে হবে।
শেষ পর্যন্ত যে যেতে হবে।
পথের বাঁকে বাঁকে
অবাঞ্ছিত জঞ্জাল যন্ত্রণা।
থমকে দাঁড়াই।
ভয় হয় তোমায় হারাবার।
বারে বারে
চেনা অচেনার মাঝে
পিছলে পড়ে যাই।
তুমি শক্ত করে ধরো হাত।
এই কী বন্ধন!
কে জানে!
অদৃশ্য এক টান
টেনে নিয়ে যাচ্ছে আমায়
শেষ সীমা রেখায়!
পৌঁছবো ঠিক
একদিন।