অহঙ্কারী সূর্যকে কোনোদিন
পুরোপুরি আড়াল করার
সাধ্য ছিল না কারোর।
তবু পৃথিবীর আত্মজা একবার
ঔদ্ধত্যের সীমা ছাড়ালো।
বারবার চাঁদের চেষ্টা__
কখনো আংশিক, কখনো
প্রায় পুরো ঢেকে দিতে চাইল!!


অনেক বছর বাদে বাদে
চাঁদ সক্ষম হলো আড়াল করতে
সূর্যকে ছোট্ট শরীর দিয়ে!
একদিন গ্রহণ সম্পূর্ণ হলো।
তাও দেহ ঘিরে জ্বলতে থাকলো
অগ্নি বলয়....
এ যে সূর্যের অহঙ্কার!!